খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: জুতার ভেতর নিয়ে ভারতে স্বর্ণ পাচারকালে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে এক পাসপোর্ট যাত্রীকে আটক করেছে কাস্টমস বিভাগ। তার কাছ থেকে জব্দ করা হয়েছে ৬০০ গ্রাম ওজনের ছয়টি স্বর্ণের বার।
আটক পাসপোর্ট যাত্রী ফারুক হোসেন মাদারীপুর জেলার শিবচরের কান্দিরপাড় গ্রামের মজিবর রহমান হাওলাদারের ছেলে।
সাতক্ষীরা কাস্টমসের সহকারী রাজস্ব অফিসার বিকাশ বড়ুয়া জানান, শনিবার সকালে ফারুক হোসেন নামের এক পাসপোর্ট যাত্রী ভারতে যাওয়ার জন্য ভোমরা কাস্টমসে আসেন। তার আচরণে সন্দেহ হলে তাকে চ্যালেঞ্জ করা হয়। এসময় তিনি স্যান্ডেলের মধ্যে বিশেষ কায়দায় সেট করা ছয়টি স্বর্ণের বার রয়েছে বলে স্বীকার করেন। পরে তা উদ্ধার করা হয়।
খবর২৪ঘণ্টা.কম/রখ