খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: বিদেশ সফরে যেতে চায় বিদ্যুত, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। কয়লাভিত্তিক বা এলএনজিভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের কার্যক্রমের বিষয়ে বাস্তব অভিজ্ঞতা ও জ্ঞান অর্জনের জন্য স্থায়ী কমিটির সদস্যরা বিদেশে ‘শিক্ষা সফরে’ যেতে চান। কমিটির পক্ষ থেকে এ বিষয়ে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়েছে বলে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি তাজুল ইসলাম। এতে কমিটির সদস্য বিদ্যুত, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, আতিউর রহমান আতিক ও আবু জাহির অংশ নেন।
বৈঠকে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বিদ্যুৎ বিভাগের কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের সুপারিশ করে।
কমিটি গ্রামাঞ্চলে বিদ্যুতের সুষ্ঠু প্রাপ্তির লক্ষ্যে নতুন বিতরণ লাইন নির্মাণ ও পুরনো লাইন সংস্কারের কার্যক্রম দ্রুত সম্পন্ন করার জন্য আরইবিকে ব্যবস্থা গ্রহণের সুপরিশ করে।
‘বৈঠকে বিদ্যুৎ বিল ২০১৭’ পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা-নিরীক্ষা করে এবং প্রয়োজনীয় সংশোধন ও সংযোজনী সহকারে কমিটির পরবর্তী বৈঠকে উপস্থাপন করার সুপারিশ করা হয়।
খবর২৪ঘণ্টা.কম/রখ