1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
শামির কেচ্ছা-কেলেঙ্কারির কথা পুলিশকে লিখিত জানালেন হাসিন - খবর ২৪ ঘণ্টা
বধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৭ অপরাহ্ন

শামির কেচ্ছা-কেলেঙ্কারির কথা পুলিশকে লিখিত জানালেন হাসিন

  • প্রকাশের সময় : বৃস্পতিবার, ৮ মারচ, ২০১৮
khobor24ghonta.com

খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: কলকাতার জয়েন্ট পুলিশ কমিশনার ক্রাইম প্রবীণ ত্রিপাঠীর কাছে নিজের স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দিলেন মহম্মদ সামির স্ত্রী হাসিন জাহান৷ বৃহষ্পতিবার সন্ধ্যেয় নিজের আইনজীবীকে সঙ্গে নিয়ে লালবাজারে এসে লিখিত অভিযোগ দায়ের করে তিনি৷

গত মঙ্গলবার রাতেই মহম্মদ শামির স্ত্রীর অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পরে৷ ভারতীয় দলের ক্রিকেটার মহম্মদ শামির যৌন কেচ্ছার চাঞ্চল্যকর অভিযোগ সামনে নিয়ে আসেন ভারতীয় ওই পেসারের স্ত্রীই৷ তিনি ফেসবুকে একটি পোস্ট করেন৷ সেখানে ফেসবুক মেসেঞ্জারে একজন মহিলার সঙ্গে মহম্মদ সামির চ্যাটের স্ক্রিন শট দিয়েছেন৷ সঙ্গে লিখেছেন, ‘শামি’স এনজয়মেন্ট’৷

স্বাভাবিকভাবেই এই পোস্ট সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সর্বত্র৷ তোলপাড় গোটা দেশের ক্রীড়ামহল৷ এর আগে স্ত্রীর ছবি পোস্ট করে একাধিকবার বিতর্কে জড়য়েছেন শামি৷ এবার তিনিই বিতর্কের কেন্দ্রে৷ মঙ্গলবার রাতে শামির স্ত্রী হাসিন জাহানের আইনজীবী জাকির হোসেন জানান, বেশ কিছুদিন ধরে এসব চলছে৷ শামির বহুগামীতা ক্রমশ বাড়ছে৷ এমনকী বাড়িতেও শামি স্ত্রীর উপর অত্যাচার চালায় বলে অভিযোগ করেছেন তিনি৷ যদিও এ বিষয়ে সমস্ত অভিযোগ অস্বীকার করেন শামি৷

শামির স্ত্রী-র দাবি একাধিক মহিলার সঙ্গে অবৈধ সম্পর্ক রয়েছে ভারতের জনপ্রিয় পেসারের। খেলার সূত্রে বিভিন্ন শহরে গিয়ে সেই সকল প্রেমিকারদের সঙ্গে মিলিত হন শামি। এই তালিকায় দেশের বাইরের অনেক মহিলাও রয়েছে বলে দাবি করেছেন হাসিন।

স্বামী মহম্মদ শামির ফোন থেকে নেওয়া অনেক গোপন বার্তা ফাঁস করেছেন তাঁর পত্নী। যেখানে দেখা যাচ্ছে, বেঙ্গেলুরু নিবাসি এক মহিলা হেয়ার স্টাইলিস্ট জানাচ্ছেন যে তিনি শামির সঙ্গে দেখা করতে খুবই উদগ্রীব। জনপ্রিয় ক্রিকেট তারকাকে মেসেজ করছেন, “আই মিস ইউ”। শুধু তাই নয়, ইতিবাচক রিপ্লাইও দিচ্ছেন শামি। হোটেলের রুমে দেখা করার পরিকল্পনা করেছিলেন তাঁরা।

নিজের মোবাইল নম্বরটিও মহম্মদ শামির সঙ্গে শেয়ার করেছিলেন ওই হেয়ার স্টাইলিস্ট। ওই মহিলার সঙ্গী সম্পর্কে কিছুটা হলেও চিন্তিত ছিলেন বাংলার ক্রিকেটার শামি। একটি মেসেজে তিনি ওই মহিলাকে জিজ্ঞাসা করেছিলেন, “তুমি তাঁকে আমার বিষয়ে বলেছ?” জবাবে উত্তর আসে, “ব্যাপারটা স্বাভাবিকই আছে। আমি বলিনি যে আমরা দেখা করেছি। চিন্তার কিছু নেই।” এরপরেই ওই মহিলা আবার বলেছিলেন, “আমি ওকে বলেছি যে তুমি আমার ক্লায়েন্ট।”

তবে এই বার্তালাপ সাম্প্রতিককালের নয়। ২০১৬ সালের ২৪ অক্টোবরের শামির এই বার্তালাপ শেয়ার করেছেন তাঁর স্ত্রী। ওই দিন রাত সাড়ে আটটা নাগাদ ফেসবুক মেসেঞ্জারে হয়েছিল সেই বিতর্কিত চ্যাট।

পাকিস্তানের এক প্রস্টিটিউট এর সঙ্গেও শামির মেসেঞ্জারে বার্তালাপের ছবি পোস্ট করেছেন তাঁর স্ত্রী হাসিন জাহান। আরও বেশ কিছু মহিলার সঙ্গেও কথাবার্তার ছবি ফেসবুকে শেয়ার করেন তিনি। যদিও সমস্ত অভিযোগই উড়িয়ে দিয়েছেন শামি। তিনি বলেছেন, তাঁকে নীচে দেখাতেই, তাঁকে বদলাম করতেই এই কাজ করা হচ্ছে।

এবার জয়েন্ট পুলিশ কমিশনার ক্রাইম প্রবীণ ত্রিপাঠীর কাছে লিখিত অভিযোগ করে আইনি পথেই এগোলেন মহম্মদ শামির স্ত্রী৷ এর ফলে দক্ষিণ আফ্রিকা সফরে দূরন্ত পারফরম্যান্স করে আসা শামির ক্রিকেট কেরিয়ার যে চরম ক্ষতির মুখে পড়ল, তা আর বলার অপেক্ষা রাখে না৷

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST