খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: মাগুরা-যশোর সড়কের জাগলা নামক স্থানে গরুবাহী ট্রাক উল্টে খাদে পড়ে দুই গরু ব্যবসায়ী নিহত হয়েছে।
গতকালরোববার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন জানান, রোববার রাত ৮ টার দিকে যশোর থেকে গরুবাহী একটি ট্রাক ঢাকা যাবার পথে মাগুরা যশোর সড়কের জাগলা নামক স্থান পার হওয়ার সময় নিয়ন্ত্রন হারিয়ে ট্রাকটি রাস্তার পার্শে¦ গাছের সাথে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। ফলে ট্রাক থাকা দুই গরু ব্যাবসায়ী মানিকগঞ্জ জেলার লাউছড়া গ্রামের ফেলু খার ছেলে ছামাদ খা (৬০) এবং তার সাথী একই জেলার আক্তার খার ছেলে আমিনুল খা (৩০) গুরুতর জখম হয়ে মাগুরা সদর হাসপাতালে ভর্তি হয়। গভীর রাতে তারা মারা যায়। এ ব্যাপারে মাগুরা থানায় মামলা হয়েছে।
লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশ।
খবর২৪ঘণ্টা.কম/রখ