ঢাকামঙ্গলবার , ২৮ নভেম্বর ২০১৭
আজকের সর্বশেষ সবখবর

ভোলায় গাঁজাসহ দুই মাদক বিক্রেতা গ্রেফতার

admin
নভেম্বর ২৮, ২০১৭ ১১:২৪ অপরাহ্ণ
Link Copied!

খবর২৪ঘন্টা ডেস্ক: ভোলায় ১১ কেজি গাঁজাসহ আমিন (৪০) ও সবুজ মিয়া নামে দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ নভেম্বর) ভোর ও বিকেলে ভোলার ইলিশা ফেরীঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

এ ঘটনায় ভোলা সদর মডেল থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে।

পরে রাতে ভোলার পুলিশ সুপার মোকতার হোসেন সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান। এসময় তিনি বলেন, ভোলায় ১৬ মাসে ৭১৩টি মাদক মামলায় গ্রেফতার হয়েছে ৯১১ আসামি। এসময় ২৩ হাজার ৩৪৫ পিস ইয়াবা, ১০৬ কেজি ৪৭৯ গ্রাম গাঁজা, ১০১ বোতল ফেনসিডিল, ৬৮৭ বোতল বিয়ার ও ৬ লিটার বিদেশি মদ উদ্ধার করা হয়।

খবর২৪ঘন্টা/নই

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।