ঢাকাশনিবার , ১৬ ডিসেম্বর ২০১৭
   
আজকের সর্বশেষ সবখবর

বিজয় দিবসে মানব মানচিত্র তৈরি করল রাজশাহী কলেজ

অনলাইন ভার্সন
ডিসেম্বর ১৬, ২০১৭ ১:১২ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :
মহান বিজয় দিবস উপলক্ষে মানব মানচিত্র করেছে তৈরি করেছে রাজশাহী কলেজের শিক্ষার্থীরা। শনিবার সকাল ১০ টার দিকে রাজশাহী কলেজ মাঠে মানব মানচিত্রের ডিসপ্লে করে তারা। মানব মানচিত্র তৈরিতে কলেজের ১ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে।

রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান জানান, মহান বিজয় দিবস-২০১৭ উপলক্ষে রাজশাহী কলেজ মাঠে মানব মানচিত্রের ডিসপ্লে করা হয়েছে। এতে কলেজের ১ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে। এটা রাজশাহী কলেজর সৃজনশীলতার প্রতিক। শিক্ষার্থীদের উদ্যোগেই এই মানব মানচিত্র করা হয়েছে।
উল্লেখ্য, গত দুই বছর আগে মানব পতাকা ও গত বছর মানব শহীদ মিনার তৈরি করে রাজশাহী কলেজ।

 

খবর২৪ঘণ্টা/এমকে

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।