ঢাকাবৃহস্পতিবার , ৩০ নভেম্বর ২০১৭
আজকের সর্বশেষ সবখবর

বরগুনায় ইউপি চেয়ারম্যান কারাগারে

admin
নভেম্বর ৩০, ২০১৭ ১১:১৬ অপরাহ্ণ
Link Copied!

খবর২৪ঘন্টা ডেস্ক: নির্বাচন পূর্ববর্তী সহিংসতার মামলায় বরগুনার আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম নুরুল হককে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে বরগুনার আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. হুমায়ূন কবীর তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৬ সালের আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনের আগে ২১ মার্চ সকাল ১১টার দিকে আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের উত্তর ঘোপখালী এলকায় চারজনকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে নুরুল হক ও তার সহযোগীরা। এ ঘটনায় ওই দিন রাতেই ইউপি চেয়ারম্যান একেএম নুরুল হককে প্রধান আসামি করে ৪২ জনের বিরুদ্ধে আমতলী থানায় একটি মামলা দায়ের করেন আড়পাঙ্গামিয়া গ্রামের বাসিন্দা মো.সুলতান আহমেদ। এ মামলায় পুলিশ ইউপি চেয়ারম্যান নুরুল হকসহ ১১ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

পরে এ মামলায় ইউপি চেয়ারম্যান একেএম নুরুল হক বৃহস্পতিবার আদালতে হাজির হলে, আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।