সবার আগে.সর্বশেষ  
ঢাকাবুধবার , ১৩ ডিসেম্বর ২০১৭
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গোপসাগরে তিন জেলের মরদেহ উদ্ধার

অনলাইন ভার্সন
ডিসেম্বর ১৩, ২০১৭ ১:০৭ অপরাহ্ণ
Link Copied!

জেলা প্রতিনিধিঃ নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগরে সৃষ্ট ঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়া এফবি হাওলাদার নামের মাছ ধরার ট্রলারের নিখোঁজ চার জেলের মধ্যে তিন জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার রাত ৯টার দিকে বরগুনার বঙ্গোপসাগরের মোহনা থেকে মরদেহগুলো উদ্ধার করেন জেলেরা। নিহতরা হলেন, বরগুনার তালতলী উপজেলার ছোট আমখোলা গ্রামের জেলে জসিম উদ্দিন, শাহিন মিয়া ও একই উপজেলার বড় আমখোলা গ্রামের আশিকুর রহমান কিরন।

বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, মঙ্গলবার রাতে বঙ্গোপসাগরের মোহনায় মাছ ধরার সময় নিখোঁজ চার জেলের মধ্যে তিন জেলের মরদেহ ভাসমান অবস্থায় সাগর থেকে উদ্ধার করেন জেলেরা। পরে তারা বিষয়টি তালতলী থানা পুলিশকে অবহিত করে মরদেহ নিয়ে তীরের দিকে রওনা হন।

এরআগে গত ৯ ডিসেম্বর নিম্নচাপের সময় সাগরে মাছ ধরতে গিয়ে ট্রলারসহ নিখোঁজ হন তারা। এ ঘটনায় ১০ ডিসেম্বর ট্রলার মালিক মো. আলমগীর হোসেন তালতলী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন মো. আলী হোসেন।

খবর২৪ঘণ্টা.কম/রখ

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।