খবর২৪ঘন্টা ডেস্ক: পটুয়াখালী জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি মোঃ মোশারেফ হোসাইনকে বুধবার রাতে শহরের নিউ মার্কেট এলাকা থেকে আটক করেছে সদর থানা পুলিশ।
পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাশকতার পরিকল্পনা করার অভিযোগে পুলিশ তাকে আটক করেছে। আটক মোশারেফের বিরুদ্ধে আনইগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।
গ্রেফতারকৃত মোশারেফ ২০০৭/২০০৮ সালে পটুয়াখালীতে শিবিরের জেলা সভাপতির দ্বায়িত্ব পালন করেছেন বলে জানাগেছে। সে সদর উপজেলার বড়বিঘাই ইউনিয়নের হাজিখালী এলাকার নুর হোসাইন গাজীর পুত্র।
খবর২৪ঘন্টা/নই