খবর২৪ঘন্টা ডেস্ক: ঝালকাঠির রাজাপুর উপজেলায় স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে দলবেঁধে ধর্ষণের অভিযোগে এক শ্রমিক লীগ নেতাসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন – উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক টাইগার মনির ও বালু বিক্রেতা সিদ্দিকুর রহমান।
রাজাপুর থানার এসআই মো. ফিরোজ আলম বলেন, বুধবার রাত সাড়ে ১২টার দিকে মনির ও সিদ্দিকসহ পাঁচজনের একটি দল ওই গৃহবধূর বাড়িতে হানা দেয়।
“গৃহবধূর অসুস্থ স্বামীকে দুইজন মিলে বেঁধে রাখে আর মনির ও সিদ্দিকসহ তিনজন ধর্ষণ করেন বলে অভিযোগ। রাতেই ওই গৃববধূ থানায় এসে অভিযোগ দিলে পুলিশ অভিযান চালিয়ে মনির ও সিদ্দিককে আটক করে।”
বৃহস্পতিবার সকালে গৃহবধূ ধর্ষণকারী তিনজন ও দুই সহযোগীর নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করেছেন বলে তিনি জানান।
রাজাপুর থানার পরিদর্শক শাসসুল আরেফীন বলেন, “আটক দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আর পলাতক তিনজনকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।
খবর২৪ঘন্টা/নই