খবর২৪ঘণ্টা.কম,ডেস্ক: কারিনা কাপুর বরাবরই স্টাইলিশ হিসেবে অপ্রতিদ্বন্দ্বী এক নাম। সম্প্রতি এয়ারপোর্টেও প্রমাণ মিললো তার ফ্যাশন সচেতনতার।
চলতি মৌসুমের সবচেয়ে ট্রেন্ড হলো প্রিন্টের শার্ট আর কালো প্যান্ট। সেই পোশাকেই কারিনাকে দেখতে চঞ্চলা হরিণীর মতো লাগছিল।
গলায় কালো স্কার্ফ কারিনার পোশাকে পূর্ণতা এনেছিল।
চোখের কালো সানগ্লাসে তাকে অভিজাত লাগছিল।
ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক তাকে আরো বেশি আকর্ষণীয় করে তুলেছিল।
কেনিয়ার উদ্দেশে রওনা হওয়ার আগেই ক্যামেরাবন্দী হন কারিনা। সেখানে তিনি তার বন্ধু মনিষ মালহোত্রার ডিজাইন করা পোশাক পরে র্যাম্পে হাঁটবেন।
খবর২৪ঘণ্টা.কম/রখ