খবর২৪ঘণ্টা.কম,ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে অ্যাডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এমপি ও নারী ইউপি মেম্বারদের ওপর হামলার ঘটনায় উপজেলা ভাইস চেয়ারম্যান তারা মিয়া ও জেলা পরিষদ সদস্য অলিউর রহমান শাহেদকে গ্রেফতার করেছে পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহ আলম জানান, মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে হবিগঞ্জের পুলিশ বিভাগ ও ঢাকা পুলিশের সহযোগিতায় ঢাকার কদমতলী থেকে তাদের গ্রেফতার করা হয়।
গত ১০ নভেম্বর বাহুবল উপজেলার মিরপুরে কেয়ার একটি অনুষ্ঠানে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় তারা মিয়া, তার গাড়িচালক জসিম উদ্দিন ও উপজেলা পরিষদ সদস্য আলাউর রহমান শাহেদকে আসামি করে মামলা করা হয়। গাড়িচালক জসিম উদ্দিনকে আগেই গ্রেফতার করেছে পুলিশ।
খবর২৪ঘণ্টা.কম/র