ঢাকারবিবার , ২৩ সেপ্টেম্বর ২০১৮
আজকের সর্বশেষ সবখবর

দূর্গা পূজায় তিন স্তরের নিরাপত্তা থাকবে: পুলিশ সুপার

omor faruk
সেপ্টেম্বর ২৩, ২০১৮ ৭:৫৮ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :
আসন্ন সারদিয় দূর্গাপূজা উৎসব শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনে পুলিশের পক্ষ থেকে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন রাজশাহীর পুলিশ সুপার মো. শহীদুল্লাহ। দূর্গা পূজা উপলক্ষ্যে গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আইন-শৃংখলা রক্ষা বিষয়ক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি। তিনি আরো বলেন, রাজশাহী জেলার মোট ৩৬০ টি পূজা মন্ডবে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও পুলিশ মোতায়েন করা হবে। দর্শনাথীদের ব্যাগ , সন্দেহ ভাজন দের ডিটেকটর মেশিন দ্বারা দেহ তল্লাশী সহ ৩ স্তরের নিরাপত্তা ব্যাবস্থা মোতায়েন করা হবে।

ইতিমধ্যে সার্ভিলেন্স ডিউটি মোতায়েন করা হয়েছে। পুলিশ সুপারের সভাপতিত্বে জেলার ৮টি উপজেলার পূজা উদযাপন কমিটির সভাপতি, সেক্রেটারী, জেলা কমিটির সভাপতি সেক্রেটারী, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি সেক্রেটারী, সকল থানার অফিসার ইনচার্জ, অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও ডিএসবি, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর), ডিএসবি এবং সার্কেল এএসপি উপস্থিত ছিলেন। প্রতিটি থানার পূজা উদযাপন কমিটির সভাপতি জেলার সভাপতি সেক্রেটারীগণ বক্তব্য রাখেন।

খবর ২৪ ঘণ্টা/এমকে

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।