ঢাকারবিবার , ২৩ সেপ্টেম্বর ২০১৮
আজকের সর্বশেষ সবখবর

যথাসময়ে নির্বাচনের মাধ্যমে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করা হবে: ইনু

omor faruk
সেপ্টেম্বর ২৩, ২০১৮ ১১:১২ অপরাহ্ণ
Link Copied!

নাটোর প্রতিনিধি :

তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, দেশে সাংবিধানিক সংকট তৈরী হলে যে অস্বাভাবিক অবস্থা সৃষ্টি হয় তা গণতন্ত্রের, জনগন ও মুক্তিযুদ্ধের চেতনার জন্য ক্ষতিকর। তাই ২০১৯ সালের ৫ই জানুয়ারীর আগেই দেশে জাতীয় নির্বাচন ও ক্ষমতা হন্তান্তর হতে হবে। বর্তমান সরকার যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করতে প্রস্তুত রয়েছে।

শনিবার রাত ৯টায় নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভা চত্বরে নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের নির্বাচনী পথসভা এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

পথসভা থেকে নাটোর-৪ আসনের জন্য ডি এম আলাম ও নাটোর-১ আসনে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করেন হাসানুল হক ইনু। উপদেষ্টা ,জসদ কেন্দ্রীয় কমিটি ,বড়াইগ্রাম উপজেলা জাসদের সভাপতি মহিবুর রহমানের

সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যন্যোর মধ্যে বক্তব্য সহ-সভাপতি জাসদ শফি উদ্দিন মোল্লা, যুগ্ম সম্পাদক জাসদ কেন্দ্রীয় কমিটি ওবায়দুর রহমান চুন্নু,  যুগ্ম সম্পাদক জাসদ কেন্দ্রীয় কমিটি রোকুনুজ্জামান, নাটোর জেলা জাসদের সাধারন সম্পাদক ডি এম আলম সহ স্থানীয় নেতৃবুন্দ।

খবর ২৪ ঘন্টা/এমকে

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।