গোদাগাড়ী প্রতিনিধিঃ আগামী ৮ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রায় কে কেন্দ্র করে বিএনপির জ্বালাও, পোড়াও ও নৈরাজ্য ঠেকাতে রাজপথ দখলে থাকার সিদ্ধান্ত নিয়েছে গোদাগাড়ী উপজেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠন।
এই উপলক্ষে মঙ্গলবার বিকেলে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ বদিউজ্জামানের সভাপতিত্বে উপজেলা দলীয় অফিসে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় সকলের আলোচনার সর্বসম্মতিক্রমে সেদিন সকাল হতেই গোদাগাড়ী সদর শহিদ ফিরোজ চত্ত্বরে সমবেত হয়ে রাজপথ দখল ও মিছিল করবে। সেই সাথে আগামী ২২ ফেব্রুয়ারী রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে প্রস্তুতি সভা ও প্রচার মিছিল অনুষ্ঠিত হবে।
উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আব্দুর রশিদের সঞ্চলনায় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব অয়েজ উদ্দীন বিশ্বাস, কাকনহাট পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক হুমায়ন কবির, উপজেলা যুবলীগ সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ বিপ্লব, পৌর যুবলীগ সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি সুফিয়া খাতুন মিলি, সাধারণ সম্পাদর কৃষনা দেবী, উপজেলা কৃষকলীগ সভাপতি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা ছাত্রলীগ সভাপতি পারভেজ মোশারফ বাবু, সাধারণ সম্পাদক আরব আলী, পৌর ছাত্রলীগ সাধারণ সম্পাদক রুবেল হোসেনসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।