খবর ২৪ ঘণ্টা ডেস্ক: আগামী ৮ জুন জাতীয় ঐক্যফ্রন্ট ছাড়ার আল্টিমেটাম দিলেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। জোটের ৮ জন সংসদ সদস্য শপথ নেয়ার প্রতিবাদেই এই আল্টিমেটাম বলে জানান তিনি।
বৃহস্পতিবার (৯ মে) দুপুরে মতিঝিলে দলীয় কার্য্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব সিদ্ধান্তের কথা জানান কাদের সিদ্দিকী।
তিনি জানান, আগামী এক মাসের মধ্যে ঐক্যফ্রন্টের মধ্যে থাকা অসঙ্গতি দুর না করলে জোট ছাড়া হবে।
খবর২৪ঘণ্টা, জেএন