খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: সরকারি খরচে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী এবং সচিবদের জন্য মোবাইল ফোন কেনার অর্থের পরিমাণ পাঁচগুণ বাড়ানো হয়েছে। এখন থেকে মন্ত্রী সচিবরা পাবেন ৭৫ হাজার টাকার মোবাইল ফোন।
শুধু মোবাইল ফোন কেনা নয়, ওই ফোনের বিলও সরকারি কোষাগার থেকে পরিশোধ করা হবে।
এসব বিধান যুক্ত করে আজ সোমবার ‘সরকারি টেলিফোন, সেলুলার, ফ্যাক্স ও ইন্টারনেট নীতিমালা ২০১৮’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।এত দিন এ জন্য তারা ১৫ হাজার টাকা করে পেতেন।
তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই মন্ত্রিসভায় বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে সভার সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।মন্ত্রিপরিষদ সচিব জানান, যুগ্ম সচিব, অতিরিক্ত সচিবসহ যেসব কর্মকর্তা সার্বক্ষণিকভাবে মোবাইলের সুবিধা পান না, তারা মোবাইল ফোন ব্যবহার ভাতা হিসেবে মাসে ১ হাজার ৫০০ টাকা করে পাবেন। এত দিন তারা ৬০০ টাকা করে পেয়ে আসছেন।শফিউল আলম জানান, ২০০৪ সাল থেকে এই নীতিমালাটা কার্যকর ছিল। এখন এটাকে যুগোপযোগী করা হলো।
খবর২৪ঘণ্টা.কম/নজ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।