1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
৭ লাখ পরিবারে খাবারসামগ্রী পৌঁছিয়েছে বিএনপি: ফখরুল - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ১০ মে ২০২৫, ০২:০২ অপরাহ্ন

৭ লাখ পরিবারে খাবারসামগ্রী পৌঁছিয়েছে বিএনপি: ফখরুল

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০

খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: ক্ষমতাসীন দলের মন্ত্রীদের বক্তব্যের জবাবে বিএনপি মহাসচিব বলেন, আমরা পরিস্থিতি আগে থেকেই অনুধাবন করতে পেরেছিলাম। যেখানে মানুষকে বাঁচাতে হবে। তাদের পাশে দাঁড়াতে হবে। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এব্যাপারে পরার্মশমূলক বক্তব্য দিয়েছেন। উনারা দলের নেতাকর্মীদের সাধারণ মানুষ যারা দিন আনে দিন খায় তাদের পাশে সাধ্যমত দাঁড়াতে বলেছেন। দলের নেতাকর্মীরা মানুষের ঘরে ঘরে গিয়ে ত্রাণ দিচ্ছে।

মঙ্গলবার এক প্রতিক্রিয়া তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর একথা বলেন।

বিএনপি মহাসচিব অভিযোগ করেন, কিন্তু তথ্যমন্ত্রী আমাদের গালিগালাজ করেছেন এবং বলেছেন যে, আমরা নাকি শুধুমাত্র কথাই বলছি, আমরা কোনো কাজ করছি না। আমরা বিরোধী দল হিসেবে ১২/১৩ বছর তাদের নির্যাতনের পরেও আমরা যে কাজটুকু করেছি আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি যে, আমরা তাদের দল থেকে অনেক বেশি কাজ করেছি।

তিনি বলেন, আমরা জেলা উপজেলায় ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে দিন আনা দিন খাওয়া রিবারের কাছে খাদ্যসামগ্রী পৌঁছিয়ে দিয়েছি। আমাদের সীমিত শক্তির মধ্য দিয়ে। প্রতিদিনই আমাদের এই সংখ্যা বাড়ছে এবং এটা আরো বাড়বে।

গত কয়েক দিনে দলের নির্দেশনা মেনে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দীন দিদার তার নির্বাচনী এলাকা কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা সদর, দাউদপুর, দৈয়ারা, ধাতীশ্বর, বাগমারা, খাটাছো, বাতুপাড়া, পাটোয়ার, হেসাখাল, উরুকচাইল, তুঘুরিয়া, নোয়াপাড়া গ্রামে খাদ্যসামগ্রী বিতরণ করেন। সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার মেয়ে অন্তরা সালমা হুদা দোহারে খাদ্যসামগ্রী বিতরণ করেছে।

খবর২৪ঘন্টা/নই

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team