এমএ মাসুদ, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: আসন্ন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২, ভাইস চেয়ারম্যান পদে ৪, ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১ জনসহ ৩ পদে ৭ জনের প্রাথমিক পর্যায়ে মনোনয়ন বাতিলে বলে ঘোষণা করেছেন নির্বাচনের জন্য নিযুক্ত রিটার্নিং অফিসার ও গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)- মো. আলমগীর কবির। বৃহস্পতিবার মনোনয়নপত্র যাছাইঅন্তে এসব মনোনয়নপত্র বাতিল বলে গণ্য হয়।
উপজেলা নির্বাচন অফিস স‚ত্রে জানা যায়, চেয়ারম্যান পদে যাদের মনোনয়নপত্র বাতিল বলে গণ্য হয়েছে। তারা হলেন ঋণ খেলাপীর দায়ে গণফ্রন্ট মনোনিত প্রার্থী শরিফুল ইসলাম ও মামলা সংক্রান্ত তথ্য গোপণ রাখায় স্বতন্ত্র প্রার্থী আবু সোলায়মান সরকার। ভাইস চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পত্র ঠিক না থাকায় আসাদুজ্জামান মনি (জাপা), ১ শতাংশ ভোটারের স্বাক্ষর গড়মিল থাকায় স্বতন্ত্র প্রার্থী সুরজিত কুমার সরকার, ফেরদৌস আমিন ও
ঋণ খেলাপীর থাকায় আব্দুর রাজ্জাক দরফদার। এছাড়া, ১ শতাংশ ভোটারের স্বাক্ষরে গড়মিল থাকায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফেরদৌসী বেগমের মনোনয়নপত্র বাতিল বলে গণ্য হয়। চেয়ারম্যান পদে ৪, ভাইস চেয়ারম্যান পদে ৩ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জনসহ মোট ১১ জন নির্বাচনী প্রতিদ্ব›দ্বীতা করেছেন। এরা হলেন, চেয়ারম্যান পদে জাপা মনোনীত আহসান হাবীব খোকন (লাঙ্গল), আওয়ামীলীগ মনোনীত আশরাফুল
ইসলাম (নৌকা), স্বতন্ত্র প্রার্থী হিসেবে খয়বর হোসেন মওলা ও গোলাম আহসান হাবীব মাসুদ। ভাইস চেয়ারম্যান পদে ৩ জন হলেন, স্বতন্ত্র প্রার্থী আল- শাহাদৎ জামান, শওকত আলী ও শফিউল আলম। এছাড়া, মহিলা ভাইস চেয়ারম্যান পদে যারা প্রতিদ্ব›দ্বীতা করছেন। তারা হলেন, জাপা মনোনীত হোসনে আরা বেগম (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী হিসেবে উম্মে সালমা, আল্পনা রাণী গোস্বামী ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা বেগম কাকলী।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাচন অফিসার সেকান্দার আলী জানান, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ৩০ মে, প্রতীক বরাদ্দ ৩১ মে ও ১৮ জুন অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। উপজেলায় মোট ভোটারের সংখ্যা ৩ লাখ ৩৯ হাজার ২’শ ১৮ জন। এরমধ্যে পুরুষ ১ লাখ ৬৫ হাজার ৩’শ ৪১ ও মহিলা ১ লাখ ৭৩ হাজার ৮’শ ৭৭ জন।
খবর২৪ঘণ্টা, জেএন