খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: দেশের আবহাওয়া শুষ্ক সময় পার করছে। বৃষ্টি নেই। ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা। আগামী ২৪ ঘণ্টায় সারাদেশের দিনের তাপমাত্রা বাড়লেও রাতের তাপমাত্রা কমতে পারে। তবে এই ২৪ ঘণ্টা পরবর্তী ৩ দিনে দেশে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
বুধবার (১৮ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য বলা হয়েছে।
২৪ ঘণ্টার পূর্বাভাসের তথ্য অনুযায়ী, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। পরবর্তী ৩ দিনে বৃষ্টি/বজ্র বৃষ্টি হতে পারে।
দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে টেকনাফে ৩৭ দশমিক ৬ ডিগ্রি এবং সর্বনিম্ন রেকর্ড হয়েছে তেঁতুলিয়ায় ১৩ দমমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আজকে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩১ দশমিক ৭ ডিগ্রি এবং সর্বনিম্ন রেকর্ড হয়েছে ২১ ডিগ্রি সেলসিয়াস।
খবর২৪ঘন্টা/নই