1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
৩০ এপ্রিল পর্যন্ত লক ডাউন বাড়ছে ভারতে - খবর ২৪ ঘণ্টা
শুক্রবার, ১৬ মে ২০২৫, ১০:৫৬ অপরাহ্ন

৩০ এপ্রিল পর্যন্ত লক ডাউন বাড়ছে ভারতে

  • প্রকাশের সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ভারতে জারিকৃত লক ডাউন আরও দুই সপ্তা বাড়িয়ে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার দেশটির ১৩ রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে এক ভিডিও কনফারেন্সে করোনা পরিস্থিতি নিয়ে আলোচনায় এই ইঙ্গিত দেন।

এছাড়া রাজধানী নয়াদিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও এক টুইট বার্তায় বলেছেন, করোনাভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণে লক ডাউন বৃদ্ধি করবে ভারত। গত মাসের শেষে দিকে দেশটিতে ২১ দিনের লক ডাউন ঘোষণা করা হয়; যা ১৪ এপ্রিল শেষ হওয়ার কথা রয়েছে।

কেজরিওয়াল বলেন, আজ বেশ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশজুড়ে করোনা সংক্রমণের ঘটনা বাড়তে থাকায় তিনি দেশজুড়ে লক ডাউনের সময় বাড়াবেন বলে জানিয়েছেন।

তিন সপ্তাহ আগে লক ডাউন ঘোষণার সময় মোদি বলেছিলেন, মানুষ বাঁচলে বিশ্ব বাঁচবে। শনিবার ভিডিও কনফারেন্সে কথা বলার সময় দেশের জনগণকে বাঁচানোর পাশাপাশি অর্থনীতি বাঁচানো দরকার বলে মন্তব্য করেন মোদি।

কেজরিওয়াল টুইটে বলেন, লক ডাউনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন মোদি। আমরা আগেই লক ডাউন ঘোষণা করায় অনেক উন্নত দেশের চেয়েও আজ আমাদের অবস্থা অনেক ভালো।এটা যদি এখন তুলে নেয়া হয়; তাহলে আমাদের সব অর্জন বৃথা যাবে।

ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন অন্তত ২৩৯ জন এবং গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় মারা গেছেন ৪০ জন। এছাড়া করোনায় সংক্রমিত হয়েছেন আরও ৭ হাজার ৪৪৭ জন। তবে দেশটিতে সবচেয়ে বেশি এক হাজার ৫৭৪ জন করোনা রোগী পাওয়া গেছে মহারাষ্ট্র প্রদেশে।

সূত্র: এনডিটিভি, বিবিসি।

খবর২৪ঘন্টা/নই

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team