1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
২৭ জুলাইয়ের মধ্যে বহিরাগতদের রাসিক নির্বাচনী এলাকা ছাড়ার নির্দেশ ইসির - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ১৪ মে ২০২৫, ০৬:০৪ অপরাহ্ন

২৭ জুলাইয়ের মধ্যে বহিরাগতদের রাসিক নির্বাচনী এলাকা ছাড়ার নির্দেশ ইসির

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ জুলাই, ২০১৮

নিজস্ব প্রতিবেদক :
আগামীকাল ২৭ জুলাই দিবাগত রাত ১২টার আগে বহিরাগতদের নির্বাচনী এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। কর্মীজীবী ও নিয়িমত বসবাসকারী মানুষ ব্যতীত অন্য কেউ সিটি কর্পোরেশনের নির্বাচনী এলাকার মধ্যে থাকতে পারবেনা এমন নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিন। ২৭ তারিখ সকাল থেকে এ সংক্রান্ত মাইকিং করা হবে নগরজুড়ে। মাইকিংয়ের মাধ্যমে বিষয়টি মানুষকে অবগত করা হবে।

রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনের সহকারী রিটানিং কর্মকর্তা আতিয়ার রহমান বলেন, আগামীকাল ২৭ তারিখের মধ্যে বহিরাগতদের নির্বাচনী এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১২টার আগেই নির্বাচনী এলাকা ছাড়তে হবে। যারা নগরীতে নিয়মিত বসবাসকারী ও কর্মজীবী তাদের এলাকায় থাকতে সমস্যা নাই। ইসির এই নির্দেশনা ৩১ জুলাই পর্যন্ত বলবৎ থাকবে। বহিরাগতরা ১ আগস্ট থেকে আবার নগরীতে অবস্থান নিতে পারবে। বহিরাগত বলতে কাদের বুঝানো হয়েছে এমন প্রশ্নের জবাবে সহকারী রিটানিং কর্মকর্তা বলেন, যাদের কোন কাজ নাই এমনি নগরীতে অবস্থান করে তারাই বহিরাগত।

রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো নির্বাচন ব্যবস্থাপনা শাখার যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান স্বাক্ষরিত ওই নির্দেশনায় বলা হয়েছে, নির্বাচন পরিচালনায় দায়িত্বরত কোনো ব্যক্তির বিরুদ্ধে নিরপেক্ষতা নিয়ে প্রার্থীর সুনির্দিষ্ট কোনো লিখিত অভিযোগ এলে এবং তা নিয়ে অসন্তুষ্টি হলে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিতে হবে। ভোটাররা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যাতে যাওয়া-আসা করতে পারেন, সেজন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভ্রাম্যমাণ টিমগুলোকে সার্বক্ষণিক টহলে রাখতে হবে।ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলোয় যাতে যাতে কোন প্রকার অনিয়ম না হয়, সেজন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সদা সতর্ক থাকার প্রয়োজনী ব্যবস্থাও নিতে  হবে রিটার্নিং কর্মকর্তাকে।

খবর২৪ঘণ্টা/এমকে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team