নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১ জন ও জেলায় ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিন নতুন করে কারো মৃত্যু হয়নি। গত কয়েকদিনের মধ্যে রাজশাহী জেলায় এদিন কম রোগী শনাক্ত হয়। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ২৫ হাজার ১৪৩ জনে। মৃত্যু হয়েছে ৩৮৭ জনের। গতদিনের তুলনায় এদিন কম মানুষের করোনা শনাক্ত হয়। জেলার ৯টি উপজেলা ও নগর মিলিয়ে ৫ হাজার ৯৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের বেশির ভাগ রাজশাহী মহানগর এলাকার। এরমধ্যে রাজশাহী মহানগর এলাকায় ৪৪৬৩ জন, বাঘা উপজেলায় ১৮৭ জন, চারঘাট উপজেলায় ১৭৯ জন, পুঠিয়া উপজেলায় ১৫১ জন, দুর্গাপুর উপজেলায় ৮৬ জন, বাগমারা উপজেলায় ১২২ জন, মোহনপুর উপজেলায় ১৪৮ জন, তানোর উপজেলায় ১১৯ জন, পবা উপজেলায় ৩৩৪ জন ও গোদাগাড়ীতে ১৫৪ জন। জেলার ৯টি উপজেলায় ১৪৮০ জন শনাক্ত হয়েছে।
রাজশাহী বিভাগ : রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১ জন ও জেলায় ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিন নতুন করে কারো মৃত্যু হয়নি। গত কয়েকদিনের মধ্যে রাজশাহী জেলায় এদিন কম রোগী শনাক্ত হয়। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ২৫ হাজার ১৪৩ জনে। মৃত্যু হয়েছে ৩৮৭ জনের। গতদিনের তুলনায় এদিন কম মানুষের করোনা শনাক্ত হয়। এরমধ্যে ২৩ হাজার ৪০৭ জন সুস্থ হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ৫৯৪৩ জন, চাঁপাইনবাবগঞ্জ ৮২০ জন, নওগাঁ ১৫৯৬ জন, নাটোর ১২২৩ জন, জয়পুরহাট ১৩৪৯ জন, বগুড়া জেলায় ৯ হাজার ৮৩৩ জন, সিরাজগঞ্জ ২৭১৮ জন ও পাবনা জেলায় ১৬৫৯ জন। মৃত্যু হওয়া ৩৮৭ জনের মধ্যে রাজশাহী ৫৫ জন, চাঁপাইনবাগঞ্জে ১৪ জন, নওগাঁ ২৬ জন, নাটোর ১২ জন, জয়পুরহাট ১০ জন, বগুড়া ২৪২ জন, সিরাজগঞ্জ ১৭ জন ও পাবনায় ১১ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৬৫ হাজার ২৪৬ জন।
এস/আর