রাজশাহী বিভাগের ৮টি জেলায় নতুন করে আরো ১৪ জন ও জেলায় ২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ২৫ হাজার ৭৪৩ জন ও জেলায় ৬ হাজার ৮৯ জন। শনাক্তের বেশির ভাগ রাজশাহী মহানগর এলাকার। এদিন নতুন করে কারো মৃত্যু হয়নি। এরমধ্যে রাজশাহী মহানগর এলাকায় ৪৬০২ জন, বাঘা উপজেলায় ১৮৭ জন, চারঘাট উপজেলায় ১৭৯ জন, পুঠিয়া উপজেলায় ১৫১ জন, দুর্গাপুর উপজেলায় ৮৬ জন, বাগমারা উপজেলায় ১২২ জন, মোহনপুর উপজেলায় ১৪৯ জন, তানোর উপজেলায় ১২২ জন, পবা উপজেলায় ৩৩৬ জন ও গোদাগাড়ীতে ১৫৪ জন। জেলার ৯টি উপজেলায় ১৪৮৭ জন শনাক্ত হয়েছে। রাজশাহী জেলায় প্রথম করোনা শনাক্ত হয় ১২ এপিল ও নগরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১৫ মে।
রাজশাহী বিভাগ : রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ১৪ জনের। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ২৫ হাজার ৭৪৩ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৯৮ জনের। এরমধ্যে ২৪ হাজার ৩৬৫ জন সুস্থ হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ৬০৮৯ জন, চাঁপাইনবাবগঞ্জ ৮২৪ জন, নওগাঁ ১৬৪১ জন, নাটোর ১২৪৯ জন, জয়পুরহাট ১৩৬৮ জন, বগুড়া জেলায় ১০ হাজার ২৮ জন, সিরাজগঞ্জ ২৭৯৬ জন ও পাবনা জেলায় ১৭৩৮ জন। মৃত্যু হওয়া ৩৯৮ জনের মধ্যে রাজশাহী ৫৫ জন, চাঁপাইনবাগঞ্জে ১৪ জন, নওগাঁ ২৬ জন, নাটোর ১২ জন, জয়পুরহাট ১০ জন, বগুড়া ২৫২ জন, সিরাজগঞ্জ ১৮ জন ও পাবনায় ১১ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৬৬ হাজার ১৬৪ জন।
এস/আর