নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিভাগের ৮ জেলায় নতুন করে আরো ১৭ জন ও জেলায় ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। গতদিনের তুলনায় এদিন বেশি মানুষের করোনা শনাক্ত হয়। বিভাগে মোট ২৪ হাজার ৮৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলার ৯টি উপজেলা ও নগর মিলিয়ে ৫ হাজার ৮৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের বেশির ভাগ রাজশাহী মহানগর এলাকার। এরমধ্যে রাজশাহী মহানগর এলাকায় ৪৪২০ জন, বাঘা উপজেলায় ১৮৬ জন, চারঘাট উপজেলায় ১৭৯ জন, পুঠিয়া উপজেলায় ১৫১ জন, দুর্গাপুর উপজেলায় ৮৬ জন, বাগমারা উপজেলায় ১২২ জন, মোহনপুর উপজেলায় ১৪৬ জন, তানোর উপজেলায় ১১৯ জন, পবা উপজেলায় ৩৩৩ জন ও গোদাগাড়ীতে ১৫৪ জন। জেলার ৯টি উপজেলায় ১৪৭৬ জন শনাক্ত হয়েছে।
রাজশাহী বিভাগ : রাজশাহী বিভাগের ৮ জেলায় নতুন করে আরো ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। গতদিনের তুলনায় এদিন কম মানুষের করোনা শনাক্ত হয়। বিভাগে মোট ২৪ হাজার ৮৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে ২২ হাজার ৯৪৭ জন সুস্থ হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ৫৮৯৬ জন, চাঁপাইনবাবগঞ্জ ৮১৮ জন, নওগাঁ ১৫৭৫ জন, নাটোর ১২১৯ জন, জয়পুরহাট ১৩৪০ জন, বগুড়া জেলায় ৯ হাজার ৭০১ জন, সিরাজগঞ্জ ২৬৮৮ জন ও পাবনা জেলায় ১৬৪৪ জন। মৃত্যু হওয়া ৩৭৯ জনের মধ্যে রাজশাহী ৫৪ জন, চাঁপাইনবাগঞ্জে ১৪ জন, নওগাঁ ২৬ জন, নাটোর ১২ জন, জয়পুরহাট ১০ জন, বগুড়া ২৩৫ জন, সিরাজগঞ্জ ১৭ জন ও পাবনায় ১০ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৬৪ হাজার ৮৮৭ জন।
এস/আর