ঢাকা টেস্টের তৃতীয় দিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ। মিরপুরে দ্বিতীয় দিনের চার উইকেটে ১০৫ রান নিয়ে ব্যাট করতে নামে মুশফিকুর রহীম ও মোহাম্মদ মিঠুন।
দলীয় ১৪২ রানের মাথায় বিদায় নেন মিঠুন। মাঠ ত্যাগের আগে ৮৬ বলে ১৫ রান তুলেন ডান-হাতি এই ব্যাটসম্যান।
অন্যদিকে ক্যারিয়ারের ২২তম হাফসেঞ্চুরি তুলে ফিরেছেন মুশফিকুর রহিম। ১০৫ বলে ৫৪ রান করেন তিনি।
দুইজনের উইকেটই তুলে নিয়েছেন রাকিম কর্নওয়াল।
সবশেষ খবরে ৫৪ ওভার পর ৬ উইকেটে ১৬৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। উইন্ডিজদের থেকে ২৪৩ রান পিছিয়ে স্বাগতিকরা।
২৯ বলে ১৪ রান করে ক্রিজে আছেন লিটন দাস। তার সঙ্গে যোগ দিয়ে ১৪ বলে ৬ রান তুলেছেন মেহেদী হাসান মিরাজ।
এর আগে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ৪০৯ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ছিলো চার উইকেটে ১০৫ রান।
জেএন