খবর২৪ঘণ্টা ডেস্ক: গুলশানের হলি আর্টিজান মামলায় ২১ জনকে অভিযুক্ত করে চার্জশিট দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।
সোমবার (২৩ জুলাই) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।
তিনি বলেন, ২১ জনকে অভিযুক্ত করে চার্জশিট জমা দিতে আদালতে পাঠানো হয়েছে। অভিযুক্ত ২১ জনের মধ্যে আটজন বিভিন্ন অভিযানে নিহত ও পাঁচজন হলি আর্টিজানে নিহত। জীবিত আটজনের মধ্যে ছয়জন কারাগারে এবং দুইজন পলাতক রয়েছেন।
খবর২৪ঘণ্টা.কম/জেএন
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।