1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
২০১৯ বিশ্বকাপের জন্যে প্রস্তুত নয় টাইগাররা! - খবর ২৪ ঘণ্টা
শুকরবার, ১০ জানয়ারী ২০২৫, ০১:৩৩ অপরাহ্ন

২০১৯ বিশ্বকাপের জন্যে প্রস্তুত নয় টাইগাররা!

  • প্রকাশের সময় : শনিবার, ২৮ এপ্রিল, ২০১৮

খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক২০১৯ বিশ্বকাপে বাংলাদেশ ভালো করবে, এটা বলা কঠিন। ভালো খেলোয়াড় আছে কিন্তু পুরো দল এখনো প্রস্তুত নয়। এমনটাই বললেন স্বয়ং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

শুক্রবার (২৭ এপ্রিল) মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বঙ্গবন্ধু আন্তর্জাতিক ভলিবলের ফাইনাল শেষে আসন্ন বিশ্বকাপ নিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘বিশ্বকাপে বাংলাদেশ নিশ্চিত ভালো করবে, এটা বলা কঠিন। এখন বাংলাদেশ ভালো খেলছে। কিন্তু বাংলাদেশের চেয়ে অনেক দলই ভালো খেলছে। জিততে হলে দুটি জিনিস দরকার—ভালো খেলোয়াড় আর ভালো দল। ভালো খেলোয়াড় আছে কিন্তু আমাদের পুরো দল এখনো প্রস্তুত নয়। সেদিক দিয়ে অনেক পিছিয়ে আছি অনেক দল থেকে।’

ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া ক্রিকেটের বিশ্বকাপের ১২ তম আসর প্রসঙ্গে নাজমুল হাসান পাপন বলেন, ‘আমাদের বেশির ভাগ সাফল্য দেশে বা উপমহাদেশে। উপমহাদেশের বাইরে খুব বেশি সাফল্য পাইনি। যেহেতু বিশ্বকাপটা উপমহাদেশের বাইরে, কী করা উচিত আমরা জানি, চেষ্টা করব। তবে সাফল্য নির্ভর করছে আমাদের ছেলেরা কেমন করছে আর প্রতিপক্ষ কেমন করছে সেটির ওপর। এটা একদিনের খেলা। যেদিন যে ভালো খেলবে সে জিতবে। তবে বাংলাদেশের উন্নতির অনেক জায়গা আছে।’

এদিকে বিশ্বকাপের পরিকল্পনা যিনি করবেন, সেই প্রধান কোচের জায়গাটা এখনো শূন্য পড়ে আছে। নাজমুল হাসান অবশ্য জানালেন, ‘কোচের ব্যাপারটি অনেক দূর এগিয়েছে। কোচের ব্যাপারে অবশ্যই অগ্রগতি হয়েছে। চুক্তিপত্র সই হয়ে হাতে না আসা পর্যন্ত আমরা কিছু বলতে পারছি না। আশা করি হয়ে যাবে। ওটা (চুক্তিপত্র) হাতে পেলেই হয়ে যাবে।’

প্রসঙ্গত, ২৬ এপ্রিল বিশ্বকাপের সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ২০১৯ সালের ৩০ মে মাঠে গড়াবে ক্রিকেটের বিশ্বকাপের ১২ তম আসর। আর ফাইনাল হবে ১৪ জুলাই। ইংল্যান্ড বিশ্বকাপে কোনো গ্রুপ নেই। প্রতিটি দল খেলবে একে অপরের বিপক্ষে। শক্তিশালী প্রতিপক্ষগুলোকে পেরিয়ে নকআউট পর্বে পা রাখতে হবে টাইগারদের।

খবর২৪ঘণ্টা.কম/নজ 

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST