খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: মহেন্দ্র সিং ধোনির জন্য পার্থিব প্যাটেল, দিনেশ কার্তিক, রবিন উথাপ্পাদের মতো ভারত দলে স্বাভাবিকভাবেই সুযোগ মিলত না ঋদ্ধিমান সাহার। টেস্ট ক্রিকেটকে বাই বাই বলার পর ধোনির পরিবর্তে দলের নিয়মিত উইকেট কিপার সাহা। প্রায় পর্দার আড়ালে থাকা এই উইকেট কিপার শনিবার ঘটালেন এক কাণ্ড!
ক্রিকেট ম্যাচে সেঞ্চুরি করতে সবচেয়ে কম ১৭ বল লাগে। ৩৩ বছর বয়সী সাহা শতরান করলেন মাত্র ২০ বলে। সত্যি মাত্র ২০টি বল খরচ করে ১০০ রান করেছেন এই ডান-হাতি ব্যাটস ম্যান।
ভারতের জে সি মুর্খাজি ট্রফিতে টি-টোয়েন্টি ম্যাচে বিএনআর রিক্রিয়েশন ক্লাবের বিরুদ্ধে মাত্র ৭ ওভারে ১০ উইকেটে ম্যাচ জিতে নিয়েছে মোহনবাগান। সাহার ভয়ঙ্কর ব্যাটেই এটি সম্ভব হয়েছে।
নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫১ রান করেছিল বিএনআর। সেই রান তাড়া করতে এদিন টিম ম্যানেজমেন্ট ওপেনারের ভূমিকায় ঋদ্ধিমান সাহার ওপর ভরসা রাখে। এদিনের ঋদ্ধির ইনিংসে রয়েছে ১৪টি ছয়, ও ৪টি বাউন্ডারি। স্ট্রাইকরেট ৫১০.০০।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) রের্কডবুকে না জায়গা পায়নি এটি। কালিঘাট মাঠে ঋদ্ধি নিজের ‘অমানবিক’ ইনিংস’ খেলার পরও স্বভাবসিদ্ধ ভঙ্গীতেই উত্তর দিয়েছেন ঋদ্ধি।
জানিয়েছেন, ব্যাটে-বলে হচ্ছিল তাই এরকম খেলতে পেরেছেন। দলের সিদ্ধান্ত নিয়েছে তাই তিনি ওপেন করতে নেমেছিলেন।
এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ৫ কোটি রুপিতে দিয়ে ঋদ্ধিমানকে কিনেছে সানরাইজার্স হায়দরাবাদ। বাংলাদেশ টি-টোয়েন্টি ও টেস্ট দলের অধিনায়ক সাকিব আল হাসানও এই দলটির হয়ে প্রথমবারের মতো মাঠ মাতাবেন।
তিনি বলেন, সামনেই আইপিএল থাকলেও তিনি তার অনুশীলন হিসেবে খেলেননি। তবে এই ম্যাচের পারফরম্যান্স কাজে লাগবে হায়দরাবাদ সানরাইজার্সের হয়ে খেলায়।
এদিকে ঋদ্ধির এই পারফরম্যান্সের পর মোহনবাগান টুইটার পোস্টে এই নজিরকে বিশ্বরেকর্ড বলে দাবি করা হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/রখ