খবর ২৪ঘণ্টা ডেস্ক: চলমান রাজনৈতিক পরিস্থিতিতে জোটের করণীয় ঠিক করতে শনিবার সন্ধ্যায় বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের বৈঠক অজ্ঞাত কারণে স্থগিত করা হয়েছে।
সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া।
সন্ধ্যা সাতটায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
নিরপেক্ষ নির্বাচনের দাবি আদায়ে কর্মসূচি ঠিক করা, আসন্ন জাতীয় নির্বাচন অংশ নেয়া না নেয়া, জোটনেত্রী খালেদা জিয়ার মুক্তি, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জোটের করণীয় ঠিক করতে এ বৈঠক আহ্বান করা হয়েছিল বলে জানা গেছে।
খবর ২৪ঘণ্টা/ নই