সংবাদ বিজ্ঞপ্তি : সোনালী অতীত ক্লাব, রাজশাহী আয়োজিত ২য় সামসুল ইসলাম মোল্লা স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট-২০২১ এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে পুরস্কার বিতরণ করেন, রাজশাহী মহানগর আ’লীগ সভাপতি ও রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। উল্লেখ্য, টুর্নামেন্টের ফাইনাল খেলায় ঝিনাইদহ জেলা দলকে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ^াসী তরুণ সংঘ দল। সোনালী অতীত ক্লাবের সভাপতি আশরাফ হোসেন নবাব অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির
বক্তব্য দেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ডাবুল সরকার, জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও আরডিএফের সভাপতি ওয়াহেদুন নবী অনু। আরো বক্তব্য দেন, সামসুল ইসলাম মোল্লা স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের চেয়ারম্যান শামসুজ্জামান রতন প্রমুখ। অনুষ্ঠানে রাসিকের প্যানেল মেয়র-২ ও ১নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।
এস/আর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।