খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: রাজধানীর মিরপুর ১০ নম্বরের ঝুটপট্টির আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের দু’ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে শনিবার (১৪ মার্চ) দুপুর ১টা ২৪ মিনিটে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় জানান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল শিকদার।
তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট, পরে ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের দু’ঘণ্টার চেষ্টার পর বিকেল সাড়ে ৩টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি জানান, অগ্নিকাণ্ডে আহত অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করা হয়। রেড ক্রিসেন্ট সোসাইটি তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে পাঠিয়েছে।
অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
খবর২৪ঘন্টা/নই