1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
১৭ র‌্যাব সদস্য করোনা আক্রান্ত - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ১০ মে ২০২৫, ০৩:৩৮ পূর্বাহ্ন

১৭ র‌্যাব সদস্য করোনা আক্রান্ত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০

খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজীর র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১১) ১৭ সদস্য করোনা আক্রান্ত হয়েছেন। ফলে ওই ব্যাটালিয়নের প্রধান কার্যালয়ের এক উপ-পরিচালক, এক সিনিয়র সহকারী পরিচালক, দুজন সহকারী পরিচালক ও সৈনিকসহ ৩৯ জনকে আইসোলেশনে রাখা হয়েছে।

বুধবার রাতে র‌্যাব-১১ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার এ তথ্য নিশ্চিত করেন।

র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক আলেপ উদ্দিন জানান, আক্রান্তদের মধ্যে করোনার কোনো উপসর্গ ছিল না। মূলত র‌্যাবের সদস্যরা জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করতে গিয়ে কোভিড-১৯ এ আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে গেছেন। ফলে র‌্যাবের কেউ যদি আক্রান্ত হয় তাহলে তার থেকে যেন অন্যদের মধ্যে ছড়াতে না পারে সেজন্য নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত র‌্যাব-১১ এর ২১১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৯০ জনের রিপোর্ট এসেছে, যেখানে ১৭ জন কোভিড-১৯ পজিটিভ বলে জানা গেছে। বাকি ১২১ জনের রিপোর্ট এখনও আসেনি।

র‌্যাব-১১ এর সিও লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার বলেন, র‌্যাব সদস্যদের মধ্যে উপসর্গ দেখা দিলেই হোম কোয়ারেন্টাইন ও আইসোলেশনে রাখা হচ্ছে। এ মুহূর্তে আক্রান্ত ১৭ জনসহ র‌্যাবের ৩৯ জন সদস্য আইসোলেশনে আছেন।

খবর২৪ঘন্টা/নই

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team