খবর ২৪ ঘণ্টা, বিনোদন ডেস্ক: ‘হাম আপকে হ্যায় কোন’ ফিল্মে সালমান খানের ‘ভাবিজি’কে মনে আছে। আরে মাধুরী দীক্ষিতের দিদির কথাই বলছিলাম। হ্যাঁ, ঠিকই বুঝেছেন, অভিনেত্রী রেণুকা শাহানের কথাই ফিরছিলাম। দীর্ঘ ১৪ বছর পর ফের পর্দায় ফিরছেন সলমনের সেই ‘ভাবিজি’। সৌজন্য, অর্জু মুখোপাধ্যায় পরিচালিত ‘থ্রি স্টোরেজ’ ফিল্ম। তবে এক্কেবারে অন্যলুকে অন্যরকম ভাবে এই ছবিতে দেখা যাবে অভিনেত্রীকে।
ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ফিল্মের ট্রেলার। যেখানে অভিনেত্রীকে দেখলে হয়ত চিনতেই পারবেন না।
‘থ্রি স্টোরেজ’ সিনেমা প্রসঙ্গে রেণুকে বলেন ”ছবির গল্পটা অসাধারণ, আর এই ছবিতে আমার চরিত্রটাও এক্কেবারে অন্যরকম। যেকনও অভিনেত্রীর পক্ষে এমন একটা চরিত্র ভীষণ লোভনীয়।”
এদিকে দীর্ঘ ২৩ বছর বাদে আবার একসঙ্গে কাজ করছেন ‘হাম আপকে কোন’ সেই দুই বোন মাধুরী দীক্ষিত ও রেণুকা শাহানে। ‘বাকেট লিস্ট’ নামে একটা মারাঠি ছবিতে দেখা যাবে তাঁদের।
খবর ২৪ ঘণ্টা.কম/ জন