খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: ১০০ শিল্পাঞ্চলে নারী উদ্যোক্তাদের বিশেষ সুবিধা দেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, কৃষি উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয়েছে দেশ, খাদ্য প্রক্রিয়াজাত শিল্পের দিকে নজর দিতে হবে। চাষের জমি বাড়িয়ে নতুন কর্মসংস্থানের তাগিদ দেন তিনি। এর আগে অষ্টম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ।
মেলার আয়োজক কর্তৃপক্ষ জানায়, প্রতিদিন সকাল ১০টা হতে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। মেলায় কোনো প্রবেশ মূল্য থাকবে না। এতে সারাদেশ থেকে ২৯৬ জন উদ্যোক্তা ৩০৯টি স্টলে তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন করবেন। উদ্যোক্তাদের মধ্যে ১৯৫ জন নারী উদ্যোক্তা এবং ১০১ জন পুরুষ উদ্যোক্তা রয়েছেন।
খবর২৪ঘন্টা/নই