সুনামগঞ্জের শানে রিসালাত সম্মেলনে যোগ দিতে হেলিকপ্টার চড়ে গেলেন হেফাজতে ইসলামের আমীর আল্লামা জুনাইদ আহমদ বাবুনগরী।
সোমবার (১৫ মার্চ) দুপুর ২টায় হেফাজতে ইসলাম দিরাই উপজেলা শাখার উদ্যোগে দিরাই পৌর এলাকার স্টেডিয়াম মাঠে শানে রিসালাত সম্মেলনে বক্তব্য দিবেন তিনি। হেলিকপ্টার থেকে নামার পর প্রায় ৬০০ জনের স্বেচ্ছাসেবক টিম নিরাপত্তা দিয়ে এগিয়ে নিয়ে যান।
এ সময় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির নায়েবে আমীর আল্লামা নুরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব জুনাইদ আল-হাবিব, যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হক, যুগ্ম মহাসচিব নাছির উদ্দিন মুনিরসহ হেফাজতের কেন্দ্রীয় নেতারা তার সাথে ছিলেন।
সরজমিনে গিয়ে দেখা যায়, হেলিকপ্টার নামার আগ পর্যন্ত স্বেচ্ছাসেবক টিম দিরাই মজলিসপুর মাঠের চারদিকে গোল হয়ে দাঁড়িয়ে থাকেন। এর পরে হেলিকপ্টার নামার সাথে সাথে তারা আল্লাহু আকবার বলে তাদের নিরাপত্তা দিয়ে মাওলানা সুয়েব আহমদের বাসায় নিয়ে যান।
এ বিষয়ে দিরাই উপজেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা মুখতার হোসেন চৌধুরী বলেন, আশা করছি দিরাইয়ে শানে রিসালাত সম্মেলনে প্রায় লক্ষাধিক মানুষ উপস্থিত হয়েছেন। সম্মেলন সফল করতে এবং কেন্দ্রীয় নেতাদের নিরাপত্তার জন্য ৬০০ স্বেচ্ছাসেবক কাজ করছেন।
জেএন