সামাজিক যোগাযোগ মাধ্যমে ছোট ছোট ভিডিও পোস্ট করে আলোচনায় ওঠে আসা হিরো আলম মডেল ও নায়ক পরিচয় ছাপিয়ে এখন সংগীত শিল্পী। বিশেষ কোনও দিবস বা ইস্যুকে কেন্দ্র করে গান গেয়ে রীতিমত আলোচনার জন্ম দিচ্ছেন। কে কী বলল সেসব না ভেবে আপন মনে সংগীত নিয়েই এগিয়ে চলছেন। ভালোবাসার বিশেষ দিনগুলোতেও থেমে নেই। তাই তো ভালোবাসা দিবসকে কেন্দ্র করে একাধিক গান করেছেন হিরো আলম।
শুক্রবার (১২ ফেব্রুয়ারি) ‘এলো ভ্যালেন্টাইন্স ডে’ শিরোনামের একটি গান প্রকাশ করেছেন তিনি। গানটি প্রকাশ করার পর এ পর্যন্ত ভিউ হয়েছে ৪০ হাজারের বেশি বার। গানটির কথা, সুর ও সংগীত করেছেন মম রহমান।
এদিকে আজ শনিবার ‘গার্ল ফ্রেন্ড দেনা রে’ শিরোনামের আরও একটি গান প্রকাশ করেছেন তিনি। এ গানটির কথা, সুর ও সংগীত করেছেন রাব্বি খান। গানটি প্রকাশ হওয়ার পর কয়েক ঘণ্টায় ভিউ হয়েছে সাড়ে ৬ হাজারের বেশি বার।
গানটি প্রকাশ হওয়ার পর হিরো আলমের বিভিন্নরকম সমালোচনা করছেন নেটিজেনরা। অনেকে তো মজার মজার মন্তব্যও করছেন। একজন মজা করে লিখেছেন, হিরো আলম ডে চাই এবং এটা জাতীয়ভাবে পালন করতে চাই। অন্য একজন লিখেছেন, তুমিই সেরা হিরো আলম।
জেএন