সুনামগঞ্জের শাল্লায় হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজশাহী মহানগরীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে সাহেব বাজার জিরো পয়েন্ট হিন্দু
বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা ও লুটপাটের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সেই সাথে দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে এসে কঠোর শাস্তির দাবি জানানো হয়।
এস/আর