খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: রাজধানীর হাতিরঝিল থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরের দিকে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করেন তেজগাঁও থানার পুলিশ সদস্যরা।
তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) কাইয়ুম গাজী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ধারণা করা হচ্ছে পানিতে পড়ে গিয়ে অজ্ঞাতনামা ওই যুবকের মৃত্যু হয়েছে।
ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে। ময়না তদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
খবর২৪ঘণ্টা.কম/রখ