রাজশাহীর পুঠিয়া ঝলমলিয়া হাট ইজারাদার নাজমুল ইসলাম সুমনকে হত্যার চেষ্টাকারীদের গ্রেফতার ও বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী।
রোববার (৩০ জুলাই) বিকাল ছয়টার দিকে ঝলমলিয়ার কানাইপাড়া গ্রামে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে শত শত নারী পুরুষ অংশ নেন।
সমাবেশে আহত নাজমুলের বাবা নজরুল ইসলাম সরদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শরিফুল ইসলাম টিপু বক্তব্য রাখেন। তারা ইজারাদার নাজমুলকে হত্যা চেষ্টাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক হোসেন বলেন, আহত নাজমুলের এলাকায় একটি সমাবেশ হয়েছে এটা শুনেছি।
উল্লেখ থাকে যে, পাঁচ লাখ টাকা চাঁদা দিতে অস্বীকার করায় গত ৯ জুলাই ঝলমলিয়া হাট ইজারাদার নাজমুলকে আওয়ামীলীগ নেতা আহসানুল মাসুদের নির্দেশে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাকিবুর রহমান মিঠু ও তার সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে।
তিনি বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
বিএ/