খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: কুষ্টিয়ায় হত্যা মামলায় ফাঁসিতে ঝুলিয়ে একজনকে মৃত্যুদণ্ড এবং ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী জনাকীর্ণ আদালতে এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত হলেন- কুষ্টিয়া সদর উপজেলার বানিয়াপাড়া এলাকার নফছের আলী ছেলে জাগো (৩০)।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- কুষ্টিয়া সদরের সোনাইডাঙ্গা এলাকার বদর উদ্দিনের ছেলে ইলাম মণ্ডল ওরফে কালু (৩২), বৃত্তিপাড়া এলাকার মনোয়ার মণ্ডলের ছেলে শহিদুল ইসলাম (৩০), একই এলাকার শামসুলের ছেলে ইউনুচ (৩৫), গজনবীপুর এলাকার মৃত আলম ফকিরের ছেলে বাদশা ওরফে বাশি মণ্ডল (৩৮), দেড়িপাড়া এলাকার তোয়াক্কেল জোয়াদ্দারের ছেলে আলিম ওরফে ঝড়ো (৩৮), উজানগ্রাম এলাকার মোনাউল্লাহর ছেলে বাবলু (৪০), বারুইপাড়া এলাকার আফাজ সর্দারের ছেলে আমিরুল ইসলাম (৩৫), একই এলাকার মৃত তাইজাল হোসেনের ছেলে রহমত ওরফে সাইদুল (২৬), ইজ্জত আলীর ছেলে মিজানুর রহমান (৩৫), ইয়ার আলীর ছেলে আলী হোসেন (২৫) ও আব্দুল মজিদ মণ্ডলের ছেলে আসাদুল (২১)।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি শহিদুল, আলিম, বাবলু, সাইদুল, মিজানুর, আলী, ইউনুচ এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত জাগো পলাতক থাকায় রায় ঘোষণার সময় এরা অনুপস্থিত ছিলেন।
মামলার রাষ্ট্রপক্ষে সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী জানান, ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এবং দুই আসামির জবানবন্দিতে অভিযোগ সন্দেহাতীত প্রমাণিত হওয়ায় ৩০২ ধারায় একজনকে মৃত্যুদণ্ড ও ১১ জনকে যাবজ্জীবন দেন আদালত। সেই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছর করে সশ্রম কারাদণ্ডও দেওয়া হয়।
খবর২৪ঘন্টা/নই