খবর ২৪ ঘণ্টা ডেস্ক:অসম বয়সী বলিউড জুটি অর্জুন কাপুর ও মালাইকা আরোরা নিত্য নতুন খবরের শিরোনাম হচ্ছেন। এবার হাসপাতালে হাজির হয়ে গুঞ্জন বাড়িয়ে দিলেন। যদিও ঠিক কী কারণে মুম্বাইয়ে নামি হাসপাতালে তারা পা রেখেছেন জানা যায়নি।
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, শুক্রবার বিকেলে তাদের দুজনকে দেখা যায় বান্দ্রার লীলাবতী হাসপাতালে। মূল প্রবেশদ্বার দিয়েই হাসপাতালে আসেন এই দুই তারকা। একেবারেই সাদাসিধে পোশাকে ছিলেন তারা।
তবে ঠিক কী কারণে অর্জুন-মালাইকা হাসপাতালে এসেছিলেন তা এখনো জানা যায়নি। তাদের তরফ থেকেও কোনো বিবৃতি আসেনি।
অনেকদিন ধরে তারা প্রেম জোয়ারে ভাসছেন- এমন গুঞ্জন রয়েছে বলিউডে। কোনো ধরনের স্বীকারোক্তি ছাড়াই দেশ-বিদেশে ঘুরে বেড়াচ্ছেন তারা।
মাঝে শোনা যায়, চলতি মাসেই তারা বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। যদিও তাদের তরফ থেকে এখনো এ রকম কোনো কিছুই শোনা যায়নি। অর্জুনের বাবা প্রযোজক বনি কাপুর জানান, বিয়ে নিয়ে কোনো আলোচনাই হয়নি কাপুর পরিবারে।
কিছুদিন আগেই মালদ্বীপ থেকে ছুটি কাটিয়ে ফিরলেন তারা। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য দিবসে মালাইকা বিখ্যাত আইটেম গান ‘ছাইয়া ছাইয়া’র নতুন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। সুস্থ থাকতে শরীরচর্চা যে কতটা প্রয়োজন তাও উল্লেখ করেন সেখানে।
খবর২৪ঘণ্টা, জেএন