নিজস্ব প্রতিবেদক :
ঢাকা ও নাটোর থেকে রাজশাহী অভিমূখী দুরপাল্লার সকল বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়ে ধর্মঘট ডেকেছে পরিবহন শ্রমিকরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার পর থেকে এ যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। হঠাৎ করে দুরপাল্লার বাস রাজশাহীতে প্রবেশ করতে না পারায় ব্যাপক ভোগান্তির মধ্যে পড়েছেন রাজশাহীগামী যাত্রীরা। কেউ কেউ ছোট ছোট যানবাহনে কাটা কাটা ভাবে রাজশাহীতে আসছে।
তবে দুরপাল্লার কোন গাড়ী রাজশাহীতে প্রবেশ করছে না। হঠাৎ ধর্মঘটের কারণ জানতে চাইলে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাতক মো. মোমিনুল ইসলাম বলেন, নাটোর রুটে শ্রমিকদের নির্যাতন করায় বাস বন্ধ করে দেওয়া হয়েছে। রাজশাহী থেকে দুরপাল্লার কোন বাস যাচ্ছেও না আর আসছেও না। কতক্ষণ এ ধর্মঘট চলবে জানতে
চাইলে তিনি বলেন, তা বলা যাচ্ছে না। এটি ঠিক করার চেষ্টা চলছে। তবে জাতীয় ঐক্যফ্রন্টের রাজশাহী বিভাগীয় সমন্বয় কমিটির সদস্য ও রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল অভিযোগ করে বলেন, আগামীকাল ৯ তারিখ শুক্রবার জাতীয় ঐক্যফ্রন্টের মহাসমাবেশকে কেন্দ্র করেই বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। যাতে নেতাকর্মীরা ভালোভাবে সমাবেশে যেতে আসতে না পারে।
খবর ২৪ ঘণ্টা/এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।