খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত হয়েছে। আহত হয়েছে গাড়ীর চালকসহ একই পরিবারের ৯ সদস্য।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে ঢাকা-খুলনা মহাসড়কের মুনসুরাবাদ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল রানা জানান, গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার রাজপাট ইউনিয়নের বরইতলা গ্রামের একটি পরিবারের সকল সদস্য মাহেন্দ্রযোগে আটরশি জাকের মঞ্জিলে ঘুরতে যান। সেখান থেকে ফেরার পথে মুনসুরাবাদ সেতু পার হওয়ার পর অজ্ঞাত একটি পরিবহন ওই মাহেন্দ্রকে চাপা দিলে ঘটনাস্থলেই রাজিয়া বেগম (৬০) মারা যান। গুরুতর অবস্থায় রাজিয়া বেগমের পুত্রবধূ মিনা বেগমকে (৪৫) হাসপাতালে নেয়ার পথে তিনিও মারা যান।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও জানান, ওই মাহেন্দ্রে চালকসহ ১১ যাত্রী ছিল। সকলেই একই পরিবারের। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন। তাদের প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরবর্তীতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর২৪ঘন্টা/নই