খবর২৪ঘণ্টা ডেস্ক: পিকআপ ভ্যান থেকে ছিটকে পড়ে আহত হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রংপুর-৩ আসনে উপনির্বাচনের প্রচারে অংশ নিতে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার সময় তিনি দুর্ঘটনার কবলে পড়েন। মির্জা ফখরুলের সহকারী মো. ইউনুস গণমাধ্যমকে তার আহত হওয়ার ঘটনাটি নিশ্চিত করেন।
তিনি জানান, সোমবার বিকেলে রংপুর-৩ উপনির্বাচনে বিএনপি প্রার্থী রিটা রহমানের প্রচারে তিনি বিভিন্ন এলকায় জনসংযোগ করেন। এ সময় এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার সময় পিকআপ ভ্যান হঠাৎ ব্রেক করলে মির্জা ফখরুল পিকআপ ভ্যান থেকে ছিটকে পড়ে যান। দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে বিএনপি মহাসচিব শংকামুক্ত বলেও জানিয়েছেন মো. ইউনুস।
খবর২৪ঘণ্টা, এমকে