1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
সড়ক দুর্ঘটনায় পশু চিকিৎসক নিহত - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ০১:১৯ পূর্বাহ্ন

সড়ক দুর্ঘটনায় পশু চিকিৎসক নিহত

  • প্রকাশের সময় : সোমবার, ২১ মারচ, ২০২২

সিরাজগঞ্জে বাসচাপায় আলী আজম (৩৫) নামে এক পশু চিকিৎসকের নিহত হয়েছেন। সোমবার (২১ মার্চ) দুপুর ১২টার দিকে তাড়াশ-নিমগাছী আঞ্চলিক সড়কের চণ্ডিভোগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পশু চিকিৎসক আলী আজম উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের ছোট মাঝদক্ষিণা গ্রামের মৃত তফিজ উদ্দিনের ছেলে ও ইউনিয়ন ভ্যাকসিনেটর হিসেবে কর্মরত ছিলেন।

তাড়াশ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. শরিফুল ইসলাম জানান, আলী আজম উপজেলা প্রাণী সম্পদ অফিসের একটি প্রকল্পে ইউনিয়ন ভ্যাকসিনেটর হিসেবে কর্মরত ছিলেন। তিনি সকালে ভাটারপাড়া এলাকায় অনুষ্ঠান শেষ করে মোটরসাইকেলযোগে ফেরার পথে সিরাজগঞ্জ-তাড়াশ সড়কে অনিক পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক জানান, খবর পেয়ে ঘাতক বাসটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় যদি নিহতের পরিবার মামলা করেন, তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিএ

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST