খবর২৪ঘণ্টা ডেস্ক: বঙ্গবন্ধু স্যাটেলাইটের মালিকানা দুইজন ব্যক্তির কাছে চলে গেছে। তাদের কাছ থেকে টাকা দিয়ে কিনতে হবে।
বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (১২ মে) দুপুরে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, ওটা (স্যাটেলাইট) মহাকাশে গেছে, আগে ঘুরুক। পৃথিবীর চারপাশে পরিক্রমা করুক, দেখা যাবে। আপনার তো জানেনই মালিকানা চলে গেছে দুইজন ব্যক্তির কাছে। তাদের কাছ থেকে টাকা দিয়ে কিনতে হবে।
চুক্তি করার অধিকার তাদের কে দিয়েছে প্রশ্ন করে মির্জা ফখরুল বলেন, অনেক চুক্তি হচ্ছে। এইসব চুক্তি করার অধিকার তাদের কে দিয়েছে। আপনারা তো সংসদে নির্বাচিত নন। জনগণের পক্ষে যতো চুক্তি করেন আপনি সেই চুক্তি তো জনগণের চুক্তি নয়। আমি এই চুক্তি নিয়ে কিছু বলবো না কারণ এখনও দেখিনি।
তিনি বলেন, মিয়ানমারের সঙ্গে চুক্তি হয়েছিল, চুক্তি করে একটা লোক এখন পর্যন্ত যেতে পারেনি। যেটা আমার সবচেয়ে বেশি দরকার সেই তিস্তার পানি চুক্তি এখন পর্যন্ত হয় নাই। এতো ভালো বন্ধু তারা, বছরের পর বছর কিছুই হয়নি।
তিনি বলেন, গতকাল খালেদা জিয়া দলের চেয়ারম্যান হিসেবে ৩৪ বছর পূর্ণ করেছে। এই ৩৪ বছর পূর্ণ হওয়ার দিনটি তিনি কারাগারে। এটা আমার উপলব্ধি যে তার মতো ত্যাগী গণতান্ত্রিক নেতা আর আমাদের নেই।
খবর২৪ঘণ্টা.কম/নজ