1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
স্মৃতিবিজড়িত ঘরে এসে কাঁদলেন নেইমার - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ১২ জানয়ারী ২০২৫, ০৪:৫৮ অপরাহ্ন

স্মৃতিবিজড়িত ঘরে এসে কাঁদলেন নেইমার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ জুন, ২০১৮

খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্কনিজের শৈশবের ঘর দেখে আবেগাপ্লুত হয়ে পড়লেন নেইমার। ছেলেবেলায় সাও পাওলোর স্যান ভিসেন্তেতে যে ঘরে থাকতেন, ঠিক সেরকমই একটি ঘর তৈরি করে নেইমারকে সারপ্রাইজ দেয় ‘কালদেইরো ড হুক’ নামের এক টেলিভিশন অনুষ্ঠান। যে ঘরে ঢোকার পর চোখের জলে আর বাঁধ দিতে পারেননি পিএসজি তারকা।

চোখের জল কিভাবে আটকে রাখবেন, এ যে ঠিক সেই ঘরটিই। নেইমারের ঘরে যে আসবাবপত্র ছিল বা ঘর যেভাবে সাজানো থাকতো, টিভি চ্যানেলকে ঠিক সেভাবেই করতে সাহায্য করেছেন ব্রাজিলিয়ান সুপারস্টারেরই মা নাদিনে আর তার বোন রাফায়েলা।

মূলতঃ নেইমারকে সারপ্রাইজ দিতেই অনুষ্ঠানটি আয়োজন করে চ্যানেলটি। যখনই নেইমার দরজা খুলে ঘরে প্রবেশ করেন, দেখতে পান তার শৈশবের খেলার ফুটবল-শর্টস-জার্সি। এসব দেখে কেঁদেই ফেলেন পিএসজি তারকা। এর পর একে একে তার বোন আর তার গার্লফ্রেন্ডও প্রবেশ করেন রুমে।

এরকম আয়োজন দেখে নেইমার এতটাই আবেগাপ্লুত হয়ে পড়েন যে, একসময় তার মাকে আসতে হয় ছেলেকে স্বাভাবিক করতে। নাদিনে বলেন, ‘নেইমার কাছে এসে জিজ্ঞেস করছিল-‘কেন মা? এরকম করার কি দরকার ছিল?’ আসল কথা আমি নিজেও এর উত্তর জানি না।’

সাও পাওলোতে ছোট্ট এমনই এক রুমে বেড়ে উঠেছেন নেইমার। সেই ছোট্ট রুমের ছোট্ট বাচ্চাটিই আজ ফুটবল বিশ্বকে শাসন করছে। বাল্যকালের স্মৃতিটা যখন চোখের সামনে বাস্তব হয়ে ধরা দেয়, কান্না ধরে রাখা তো কঠিনই!

খবর২৪ঘণ্টা.কম/নজ 

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST