নিজস্ব প্রতিবেদক : সমাজ সেবামূলক প্রতিষ্ঠান ‘স্বদেশ মানব কল্যাণ সংস্থা’র ১ম বর্ষপূর্তি উপলক্ষে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল ২ ফেব্রæয়ারি রবিবার সকালে মরহুমা হাজিয়ান আফরোজা বেগম কমিউনিটি সেন্টারে সংগঠনের ১ম বর্ষপূর্তি অনুষ্ঠানে শীতবস্ত্রগুলো তাদের হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সহ সভাপতি আমিনুর রহমান চৌধুরী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর ও স্বদেশ মানব কল্যাণ সংস্থার উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি আনোয়ার হোসেন আনার।
এসময় উপস্থিত ছিলেন স্বদেশ মানব কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এবং অনলাইন পত্রিকা স্বদেশ বণী.কম’র সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান বাদশা, সংগঠনের উপদেষ্ঠা পরিষদের সদস্য আব্দুল্লাহ আল মাহমুদ সুলতান, সদস্য নাজমুল হক, মেহদী হাসান, সাংবাদিক শামীম হোসেন প্রমুখ।
আর/এস