সুনামগঞ্জে যৌতুকের জন্য নির্যাতন ও স্ত্রী হত্যা মামলায় স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জাকির হোসেন এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত বিনয় রায় সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বাসিন্দ।
আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালে বিনয় রায়ের সঙ্গে ময়না রায়ের বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিনয় রায় যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন করে। ২০১৪ সালের জুলাইয়ের ৩০ তারিখ যৌতুকের জন্য স্ত্রীকে আবার মারপিট করে। পরে আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মারা যান। এ ঘটনায় নিহতের বোন বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ বিচারকার্য শেষে মঙ্গলবার দুপুরে এ রায় দেন আদালত।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নান্টু রায় বলেন, আদালত মঙ্গলবার দুপুরে স্ত্রী হত্যা মামলার রায় দেন।
ভিএ/